President Message

হাছিনা বেগম

সভাপতি

আলহামদুলিল্লাহ! সূচনা থেকে আজ কামালখান হাট ফাজিল (ডিগ্রি) মাদরাসা হাজারো ফুলেফলে, পত্রপল্লবে প্রস্ফুটিত একটি বৃক্ষ; যা ছড়িয়ে পড়েছে দেশের আনাচেকানাচে দেশ বিভিন্ন প্রান্তে অনুভূত হয় এর সুবাতাস এর শিক্ষার্থীরা যোগ্য দায়ী ইলাল্লাহ হওয়ার লক্ষ্যে ছুটে চলছে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে, অর্জন করছে দ্বীনের উচ্চতর জ্ঞান আধুনিক কালের সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে দ্বীনী মাদরাসার শিক্ষার্থীরা পেশাগত জীবনে এর শিক্ষার্থীদের সফলতা জাতির মাঝে আশার সঞ্চার করেছে শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা, স্বপ্নবাজ শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় পরিশ্রম, অভিভাবকদের দু, শুভাকাঙ্খী এলাবাসিদের ভালোবাসা আমাদের চলার পথে পাথেয় সর্বোপরি আল্লাহর রহমত আমাদের পথচলাকে করেছে মসৃণ সুদৃঢ় অভিষ্ট লক্ষ্যের তুলনায় আমাদের মনজিল বহুদুর প্রত্যাশা করি, সুদূরের সে পথ পাড়ি দিতে সত্য সুন্দরের প্রত্যাশী সবাই কামালখান হাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাথে আছেন এবং অনাগত দিনগুলোতেও সদয় থাকবেন আল্লাহ তাআলা আমাদের সকল সীমাবদ্ধতা কাটিয়ে সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফীক দিন আমীন!

Principal Message

মোহাম্মদ আখতারুজ্জামান সিদ্দিকী

অধ্যক্ষ

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদেরকে ঐশী জ্ঞানের মারকাজে কিছু খেদমত করার সুযোগ দিয়েছেন দরূদ  সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সাঃএর প্রতি সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা এই মাদরাসার শুভসূচনা করে আজ পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন

আলহামদুলিল্লাহসূচনা থেকে আজ কামালখান হাট ফাজিল (ডিগ্রিমাদরাসা হাজারো ফুলেফলেপত্রপল্লবে প্রস্ফুটিত একটি বৃক্ষযা ছড়িয়ে পড়েছে দেশের আনাচেকানাচে দেশ বিভিন্ন প্রান্তে অনুভূত হয় এর সুবাতাস এর শিক্ষার্থীরা যোগ্য দায়ী ইলাল্লাহ হওয়ার লক্ষ্যে ছুটে চলছে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েঅর্জন করছে দ্বীনের উচ্চতর জ্ঞান আধুনিক কালের সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে দ্বীনী  মাদরাসার শিক্ষার্থীরা পেশাগত জীবনে এর শিক্ষার্থীদের সফলতা জাতির মাঝে আশার সঞ্চার করেছে গভর্নিং বডির সম্মানিত সদস্য  শিক্ষকমণ্ডলীর আন্তরিকতাস্বপ্নবাজ শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়  পরিশ্রমঅভিভাবকদের দুশুভাকাঙ্খী  এলাবাসিদের ভালোবাসা আমাদের চলার পথে পাথেয় সর্বোপরি আল্লাহর রহমত আমাদের পথচলাকে করেছে মসৃণ  সুদৃঢ়  অভিষ্ট লক্ষ্যের তুলনায় আমাদের মনজিল বহুদুর প্রত্যাশা করিসুদূরের সে পথ পাড়ি দিতে সত্য  সুন্দরের প্রত্যাশী সবাই কামালখান হাট ফাজিল (ডিগ্রিমাদরাসার সাথে আছেন এবং অনাগত দিনগুলোতেও সদয় থাকবেন আল্লাহ তাআলা আমাদের সকল সীমাবদ্ধতা কাটিয়ে সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফীক দিন আমীন!

এ মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিক স্মার্ট ক্লাস রুম। এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।

Our School History

ষাটের দশকের শেষের দিকে তদানীন্তন পাকিস্তান সরকার কর্তৃক ঢাকা শহরে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে বর্তমান স্কুল ভবনটি নির্মিত হয়। কিন্তু দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম সঠিক সময়ে শুরু করা সম্ভব হয়নি। স্বাধীনতার এক যুগেরও পর স্থানীয় জনগণের আগ্রহ ও তদানীন্তন শিক্ষা সচিব জনাব কাজি বাহার আলির আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে ১৯৯৯ সালে ২০ জানুয়ারি ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের অনুকরণে রংধনু আদর্শ স্কুল নামে একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসাবে চালু করা হয়। একই বছরে কলেজ সেকশনের কার্যক্রম শুরু হয় এবং ২০০১ সালের ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় রংধনু আদর্শ উচ্চ বিদ্যালয়। এরপর ২০০১ সালের ১৮ আগস্ট প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত উত্তরা ১১ সেক্টর এলাকায় দিয়াবারি সড়কের পূর্ব পার্শ্বে সবুজ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশে প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর এক গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসাবে কলেজটি দাঁড়িয়ে আছে। রংধনু আদর্শ উচ্চ বিদ্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে একটি আবাসিক প্রতিষ্ঠান। ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের আদলে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছেলে এবং মেয়ে উভয় এ প্রতিষ্ঠানে পড়াশুনা করতে পারে